শাড়িতেই নারী।অন্তত বাঙালী নারী মাননসই শাড়িতেই।বাঙালী নারীর সঙ্গে শাড়ি শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি নারী বলতেই আমাদের কল্পনার চোখে একজন শাড়ি পরিহিতাকে কল্পচোখে ধারণ করি।
কবির ভাষায় একজন মায়ের শাড়িতে লেগে থাকে মমতা,প্রিয়ার শাড়িতে থাকে আবেগ,বোনের শাড়িতে থাকে চপলতা,কিশোরীর শাড়িতে উদ্যোমতা,যুবতীর শাড়িতে লেগে আছে মাদকতা।
ঠিক এভাবেই দিনের পর দিন বাঙালী নারী জড়িয়ে আছে শাড়ির সাথে। শাড়িই যেন বাঙালী নারীর পরিচায়ক হয়ে উঠেছে। আর সৌন্দর্যেও নারী সুন্দর শাড়িতেই।সেই সাথে মেয়েরা শাড়িকেই মনে করে আরামদায়ক পোশাক।
শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ পরাটা রীতি হয়ে আছে যুগ থেকে যুগে। সৌন্দর্যতা, আবেদনময়ীতা,স্নিগ্ধতা প্রকাশে জুড়ি নেই শাড়ির।
সময়ের সাথে তাল মিলিয়ে বদলেছে শাড়ির ধরন,বদলে গিয়েছে শাড়ির পরার ধরনও।
ব্লাউজের ডিজাইন ও কাটেও রয়েছে ভিন্নতা।
স্লিভলেস শাড়ি থেকে ফুল স্লিভের শাড়ি,সবই মিশে আছে বাঙালী নারীর অঙ্গে। বিয়ে-পার্বন কি বিদায় বেলা,বাঙালী নারীদের শাড়ি ছাড়া চলেই না।
যার জন্যই সবাই বলে শাড়িতেই নারী! কিংবা যথার্থ হয় শাড়িতেই বাঙালী নারী!
মডেল-রিতা রক্তিতা
Leave a Reply