করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা দেখা গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন মার্চেও খোলা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান।তবে মার্চে সীমিত পরিসরে কিছু শ্রেণির পাঠদান শুরু করার ব্যাপারে মত দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন “করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান মার্চে নয় বরং এপ্রিলে খোলা হতে পারে । কারন আমাদের দেশের করোনা মহামারি মার্চে হানা দিয়েছিল সেক্ষেত্রে মার্চ মাসও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে । তিনি আরও বলেন আমরা চাইনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়ুক ।”
আজ (শনিবার)রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন । এ সময় উপস্থিত ছিলেন সকল বোর্ডের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী ড . দিপু মনি ও শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল সহ আরও অনেকে ।
প্রসঙ্গত গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
Leave a Reply