দীর্ঘ ১৮ মাস কোভিড -১৯ এর কারণে র্শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ আসায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্ব-শরীরে ক্লাসের সকল প্রস্তুতি সম্পন্ন করে৷ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের ফুলের শুভেচ্ছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম এবং ফার্মেসি বিভাগের সকল শিক্ষকবৃন্দ ৷ প্রধান অতিথির বক্তব্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম শুভেচ্ছা জানিয়ে বলেন , দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে আমাদের ক্যাম্পাস। স্বাস্হ্যচেতনতা নিয়ে তিনি জানান করোনা সচেতনামূলক দিক নির্দেশনা ও শিক্ষার্থীরা যেন আবার উৎসব মুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম সম্পূন্ন করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব। এছাড়াও অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা জানান। নাচ, গানসহ নানান আয়োজনে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply