আজ সোমবার (২৪ মে) সকালে গাজীপুর চৌরাস্তায় ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,রুয়েট,ভাওয়াল কলেজ,চান্দনা স্কুল এন্ড কলেজ, আরিফ কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থী সোহেল আহমেদ বলেন, গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলব, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।
মানববন্ধনে ছাত্রনেতা রবিউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইউবি এর শিক্ষার্থী তানজিমুর রহমান তনয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী রকিবুল ইসলাম, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর রহমান, রুয়েটের শিক্ষার্থী রাশেদুর রহমান রানা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম সহ অনেকেই।
Leave a Reply