স্বাস্থ্যবিধি মেনে শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (০২ জুন) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরে এসে এক মানববন্ধনে মিলিত হয়।
এ সময় মানববন্ধনে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপ্রুশি মারমা’র সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাচিং মারমা, উত্তম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী শিউলি চাকমা, রিয়াজ উদ্দিন ও কিন্তু সেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেশ চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়েছে। তারা ভুল পথে পা বাড়াচ্ছে। যা পরিবার রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভালো ইন্টারনেট সুবিধা না থাকায় পাহাড়ের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পক্ষে অনলাইন ক্লাস করা সম্ভব হচ্ছেনা। ‘নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা অনেক কষ্টে পড়ালেখা করেন। শিক্ষা জীবন শেষে তাদের সংসারের হাল ধরতে হয়। কিন্তু করোনার কারণে আমাদের প্রায় দেড় বছর বসে বসে কাটাতে হচ্ছে। এতে বিপদে পড়ছে শিক্ষার্থীরা ও তাদের পরিবার। তাই অচিরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
তারা বলেন, ‘সরকার সব কিছু খুলে দিয়েছে সীমিত পরিসরে। শুধু করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। তাছাড়া শিক্ষার্থীদের এখনো টিকার আওতায় আনতে পারেনি সরকার। ফলে, অনিশ্চয়তা দিন কাটছে অনেক শিক্ষার্থীর।’
তারা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এদিকে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় প্রতিনিধি ফোরাম, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের নেতারাও সাধারণ শিক্ষার্থীদের এই সমাবেশে সংহতি জানিয়েছেন।
Leave a Reply