যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অবশেষে পূর্ণাঙ্গ হতে চলেছে। শাখা ছাত্রলীগ আয়োজিত এক বর্ধিত সভায় এই আশ্বাস দেয়া হয়।
শাখা ছাত্রলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ – বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদিত্য বর্ধন। তিনি বর্তমানে যবিপ্রবি শাখা ছাত্রলীগ দেখভালের দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় নেতাকে পেয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্ররাজনীতি করে আসছে। শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার ১৯ মাস পার হলেও আমরা পূর্ণাঙ্গ কমিটি পায়নি। কমিটি পূর্ণাঙ্গ হলে পরিশ্রমী ও ত্যাগী কর্মীদের দীর্ঘদিনের একটি স্থায়ী রাজনৈতিক পরিচয় হবে।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদিত্য বর্ধন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুব দ্রুতই যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হবে। দীর্ঘদিন ধরে যারা রাজনীতির মাঠে কাজ করে এসেছেন ত্যাগী, পরিশ্রমী, মেধাবী ও যোগ্য কর্মীদের নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , সহ সভাপতি নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
Leave a Reply