বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ। সভায় ‘শিড়দাড়া উঁচু রাখার আহবানও আছে বিদ্রোহী কবিতায়’ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বুধবার(২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ,বঙ্গবন্ধু ও নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ জালালউদ্দিন এর সভাপতিত্বে এবং নজরুল ইন্সটিটিউট এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন বাদল, ছাত্র পরামর্শক পরিচালক তপন কুমার সরকার প্রমুখ।
সভাটিতে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বাঙালির সাহসহীনতার মুক্তি দিয়েছেন নজরুল ইসলাম। কবিতার মধ্যে কোন সাম্প্রদায়িকতা নেই। তার প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল দিয়ে গেছেন। অসাম্প্রদায়িকতার যে চর্চা বঙ্গবন্ধু এবং নজরুলের, সেই আদর্শের পরম্পরা আমরা ধারণ করছি।আর সেভাবেই আমরা চলছি। বিদ্রোহী কবিতা জুড়ে মুক্তির কথা বলা হয়েছে। সেই সঙ্গে রয়েছে মুক্তির কথা।পরাধীনতা থেকে মুক্তির কথাও রয়েছে এই কবিতায়।শিড়দাড়া উঁচু রাখার আহবানও আছে বিদ্রোঌহী কবিতায়।
Leave a Reply