আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’ শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
তারুণ্যের সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুরসালিন আহাম্মেদ সানি ও অগ্রপথিক সাবিহা সুলতানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিক বিন নজরুল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান, তারুণ্যের সাবেক সভাপতি শেখ রাইয়ান উদ্দীন, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যানমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়-সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় বিভিন্ন প্রশংসনীয় সামাজিক ও জনকল্যানমূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
Leave a Reply