জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দুমকী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এরশাদ- রাজ্জাক সড়কের দু’পাশে শিশু-কিশোরদের দ্বারা শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। সোমবার ১৮ অক্টোবর দুপুর ১২ টায় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এর নেতৃত্বে এসব তালের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা আওয়ামীলিগ এর ১নং সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার , দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসেন, মুরাদিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস ও আকলিমা আক্তার বিথী সহ ইউনিয়ন পরিষদ সদস্য সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply