নোয়াখালীতে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতারা গরীব অসহায়দের মাঝে উন্নত খাবার বিতরণ করে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, ভাসমান, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ- সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক। ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলার চৌমুহনী রেলস্টেশনে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, ভাসমান, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এইসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার উপ- সামাজসেবা বিষয়ক সম্পাদক ইনজামামুল হক চৌধুরী প্রিয়ন, সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা অপু কুমার নাথ, অনয় সাহা, মোঃ মনির হোসেন, মোঃ হৃদয় সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
সুমন চন্দ্র ভৌমিক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে নিঃস্বার্থ ভাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের একটি ইউনিটের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সামান্য প্রয়াস মাত্র। তিনি আর ও বলেন, তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসডকে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। বাংলাদেশের আস্থার প্রতীক। আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত।
ছাত্রলীগ নোয়াখালী জেলা উপ- সামাজসেবা বিষয়ক সম্পাদক ইনজামামুল হক চৌধুরী প্রিয়ন বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে আমরা আজ একটা মানচিত্র পেতাম না, একটা পতাকা পেতাম না, জাতীয় সংগীত পেতাম না। আর হাসিনা জন্ম না নিলে আমরা গণতন্ত্র পেতাম না, সামাজিক ন্যায়বিচার পেতাম না, অর্থনৈতিক মুক্তি পেতাম না, ভোট ও ভাতের অধিকার পেতাম না এবং একটা মর্যাদাশীল দেশ পেতাম না। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারো প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষার পর দেশের রাজনীতিতে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে টিউশনি করে নিজেদের জমানো টাকায় আমরা নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি।
Leave a Reply