শেরপুর জেলা হাবিপ্রবিয়ানদের উদ্যোগে বন্যা দূর্গতদের ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (৩০ জুলাই) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের প্রচেষ্টায় শেরপুর জেলার মুন্সির চরে বন্যা দূর্গত প্রায় অর্ধশত টি পরিবারের মাঝে ত্রান বিতরন সম্পূর্ণ হয়। ত্রান পেয়ে বন্য দুর্গত সাধারণ মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার হাবিপ্রবি শিক্ষার্থী আব্দুল হাকিম, শাহ্ পরান,মোঃ রুহুল আমিন, অমিত সরকার, আইবুর রহমান অারমান, পাইরোস, তৌফিক আহম্মেদ অনিক,তাসিন ইবনে সিদ্দিক শুভ সহ আরও অনেকে। ত্রান বিতরন কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের সাহায্য সাধ্যমত অব্যহত রাখার কথা জানান।
এ বিষয়ে আব্দুল হাকিম বলেন “বন্যা দূর্গত মানুষের যে করুন অবস্থা সেটা আমাদের এই স্বল্প সহযোগিতায় পূরন যোগ্য নয়। তার পরেও যতটুকু পূরন করা যায় আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি।
আমি অশেষ ধন্যবাদ জানাই সেই সকল বন্ধু/ বড় ভাই ও ছোট ভাইদের যাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের ত্রান বিতরন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।”
ত্রান কার্যক্রমে অংশগ্রহণকারী শাহ্ পরান বলেন,” বন্যা দূর্গত মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দ বোধ করছি। আগামী দিনেও আমরা হাবিপ্রবিয়ানরা মানুষের কল্যানে কাজ করবো ইনশাল্লাহ্।”
Leave a Reply