করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্বিয়া খাতুন শিমু।
করোনাকালীন সময়ে আম্বিয়া খাতুন শিমুর ভূমিকা নজর কেড়েছে দাপুনিয়া সহ পুরো পাবনায়।
আম্বিয়া খাতুন শিমু তার ইউনিয়নে ৬০০০ পরিবারকে ৬৮ মেট্রিক টন চাউল দেওয়া দিয়েছেন।৪৬০ পরিবারকে দিয়েছেন চাল,ডাল,তেল,লবণ।আর শিশু খাদ্য বিতরণ করেছেন প্রায় ৬০০ শিশুর মাঝে।
আর্থিক সমস্যার কারনে করোনা প্রতিরোধ সামগ্রী কিনতে পারেন নি,এমন ১৫০ জন দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেছেন।
করোনাকালীন এই দুঃসময়ে সবার পাশে থাকায় ইউনিয়নবাসীও খুশি হয়েছেন।
ইউনিয়নের খেটে খাটা মানুষগুলোর মুখে মুখে আম্বিয়া চেয়ারম্যানের প্রশংসা যেন সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে।
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্বিয়া খাতুন শিমু শুধু করোনাকালীন সময়েই না,তার পূর্বেও বিভিন্ন আর্থ-সামাজিক কাজের মাধ্যমে এলাকাবাসীর ব্যাপক জনপ্রিয় ব্যাক্তিতে পরিণত হয়েছেন তিনি।
Leave a Reply