সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন অনুষ্ঠিত
শিতাংশু ভৌমিক অংকুর, ফরিদপুর প্রতিনিধি:
দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে আজ ৪ অক্টোবরে বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, সদর উপজেলা শাখা,ফরিদপুর পৌর শাখার উদ্যোগে ফরিদপুরের বিভিন্ন কালি মন্দিরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও এই প্রত্যয় নিয়ে মুখে কালো কাপড় বেধে মৌন প্রতিবাদ করা হয়। ফরিদপুর শহর এবং কানাইপুর ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন, ইশান গোপালপুর ইউনিয়ন, মাচ্চর ইউনিয়ন সহ অধিকাংশ ইউনিয়নের বিভিন্ন মন্দিরে সন্ধ্যা ৬ টা থেকে ৬ টা ১৫ পর্যন্ত এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। শহরের রথখোলা একতা সংঘ সার্বজনীন কালি মন্দিরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্তিতিতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অরুণ মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ননি রায়, সংস্কৃতি সম্পাদক গৌতম ভদ্র, কোষাধ্যক্ষ শিবু দাস, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সহ সভাপতি বাবুরাম কর্মকার, সহ সভাপতি নিখিল দে, সাধারণ সম্পাদক এডভোকেট চিরঞ্জীব রায়, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, সম্পাদক বিদ্যুৎ চৌধুরী, সুশান্ত সাহা, বাদল দত্ত,ননি গোপাল বিশ্বাস । ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিয় সরকার, হিন্দু যুব মহাজোট সভাপতি বিপ্লব মন্ডল। কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে দেশব্যাপি একসাথে এই কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply