বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা ” কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি মাসুদ রানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন (শেখ রাসেল), হামিদুর রহমান শামীম, শাহেদ জামিল হীরা, সাংঠনিক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম, রাকিবুল হাসান রাজীব, আলি রাহবার রক্তিম, প্রচার সম্পাদক ইকরামুল ইসলাম সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার মাহমুদ সৌরভ, উপ-দপ্তর সম্পাদক অন্তু, কার্যকরী সদস্য রনি আহমেদ, ছাত্রনেতা নাজমুল ইসলাম আবির, রাসেল হোসেন রিয়াদ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ সারাবেলা কে জানান, সারাদেশে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব ধংসযজ্ঞ করে দেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত, যারা দেশের সম্প্রতি বিনষ্ট করতে ব্যস্ত তাদের এই পরিকল্পনা কোন দিনও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বাস্তবায়িত হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে রাজপথে থেকে সকল বাধা প্রতিরোধ করবে।
Leave a Reply