সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ। এ সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল পৌনে ০৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’টি পানছড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
এতে আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দরা।
Leave a Reply