স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বিরোধী অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলো হেফাজতে ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নূরু ও তার সমর্থকরা।২৬ মার্চ থেকেই হেফাজতে ইসলামের কর্মীদের সাথে ছাত্রলীগ -যুবলীগ ও পুলিশের একের পর এক সংঘর্ষ হতে থাকে। এ ঘটনায় সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ (রবিবার) দুপুর ১১.৩০ এ বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জয়বাংলা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু এবং সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।সেখানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম,শেখ তারেক,ফাহাদ সার্জিল,ফয়সাল সাজিদ,রাশা শিকদার,সোলায়মান হোসেন প্রমুখ।
বক্তারা সারাদেশে মৌলবাদীদের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে যারা পিছিয়ে নিতে চায়,তাদের প্রতিহতের ঘোষণা দেন।
Leave a Reply