সারা বাংলাদেশ ২য় দফায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন।এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ০৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের গনণা অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জনে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের ১৬ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।
এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৬৪ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপীকা ডা. নাসিমা আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।
Leave a Reply