চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) তে ‘অটোমেটেড ডিসইনফেক্টেড চেম্বার‘ স্থাপন করা হয়েছে।
চট্টগ্রামের সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের সহযোগিতায় বসানো হয়েছে এই চেম্বার । সিভাসু ছাত্রলীগ নেতা শফিক আনাম ও ডাঃ হামীম মল্লিকের দাবির প্রেক্ষিতে এই অটোমেটেড ডিসইনফেক্টেড চেম্বার স্থাপন করা হয়।এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে। গত ১৮-৫-২০ তারিখে স্থাপন করা হয় চেম্বার।
এ ব্যাপারে সিভাসু ছাত্রলীগ নেতা শফিক আনাম জানান যে ইতিমধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে ইতিমধ্যে মহামারীর এ দুঃসময়ে এগিয়ে এসেছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গার নমুনা সিভাসু ল্যাবে প্রতিদিনই পরীক্ষা করা হচ্ছে। ল্যাবে কাজ করছেন সিভাসুর তরুণ গবেষক এবং শিক্ষকগণ। তাদের সুরক্ষার জন্য এই চেম্বার বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে এই ছাত্রলীগ নেতা আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম সিটি মেয়রকেও তিনি ধন্যবাদ জানান দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য।
একই সাথে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের এবং তার টিমের প্রতি।
উল্লেখ্য চুয়েট ছাত্রলীগের সহযোগিতায় তৈরি করা হয়েছে এই চেম্বার।
Leave a Reply