চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ও ফার্মকোলজি বিভাগ কর্তৃক আয়োজিত “বায়োকেমিস্ট্রি লেকচার প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৩” অদ্য ৯ ই জানুয়ারী রোজ সোমবার প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ৩য় তলার সভাকক্ষে অুনষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় ফুড সাইন্স এন্ড টেকনোলজি অনুুষদের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা মোট ৮টি দলে বিভক্ত হয়ে “বায়োকেমিস্ট্রি” কোর্সের উপর তথ্য বহুল বিষয়বস্তু উপস্থাপন করে। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধান করে উক্ত কোর্সের শিক্ষক এবং অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সোহেল আল ফারুক। সকাল ১০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত অধ্যাপক ড. এ.এস.এম. লুৎফুল আহসান প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং পরবর্তীতে অত্র বিভাগের তিন জন শিক্ষকের মাধ্যমে গঠিত বিচারক প্যানেল প্রতিযোগীদের মূল্যায়ণ করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উক্ত অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আশরাফ আলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পরিচালক (গবেষনা ও সম্প্রসারন) ও অত্র বিভাগের অধ্যাপক ড. এস. কে. এম. আজিজুল ইসলাম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনেওয়াজ আলী খান। অতিথিবৃন্দ এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সিলেবাস-কারিকুলাম এর মানোয়োন্নন এর উপর গুরুত্বারোপ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরন করেন।
এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে শিক্ষার্থীগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে বায়োকেমিস্ট্রি কোর্সের অর্ন্তভুক্ত অধ্যায়ের খবপঃঁৎব এধঢ় গুলো তুলে ধরে। যে তথ্য গুলো সংযোজন ও বিয়োজনের মাধ্যমে উক্ত কোর্সের অধ্যায় গুলো আরো সহজ, সাবলীল, বোধগম্য ও বাস্তবিক পক্ষে ফলপ্রসু করে তুলবে। যেন পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এই কোর্স প্রাণবন্ত হয়ে স্বতঃস্ফুর্ত ভাবে পড়াশুনায় মনোনিবেশ করতে সাহায্য করে।
Leave a Reply