চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্মচারী ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৬.০১.২০২১) সকালে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে কর্মচারী ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে হবে এবং সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। সিভাসু’কে সামানের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালনের কোনো বিকল্প নেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রধান ডা. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী, অফিসার সমিতির সভাপতি ডা: কাজী রোখসানা সুলতানা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ, কর্মচারী ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অলক দে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
Leave a Reply