সিরাজগঞ্জে ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক।সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় চলতি বছরের (ইরি)ধান নিয়ে বিপাকে পড়েছে সাধারণ কৃষক।তারা জানায় শুরুতে ধানের বাম্পার ফলন দেখা দিলেও এখন কিছু নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন পোকামাকড়ের ধান নষ্ট করার লক্ষণ বোঝা যাচ্ছে।সরেজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন ধান ক্ষেতে পোকার মতো দেখা দিয়ে পুড়ে যাচ্ছে ও ধানের ছড়ি কাঁচা অবস্হায় মরে যাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় কৃষকেরা জানায় যে এবছরে এতোগুলো দূর্যোগের মধ্যেও শত কষ্ট করে বড় আশা নিয়ে ধান ফলিয়ে ছিলো তারা। কিন্তু সেই ফসলের উপর যেভাবে সমস্যার শুরু হয়েছে তাতে মনে হয় এবছরের ফসল আর ঘরে তুলে পারবো না।তাদের কাছে ধানের এ রোগের নাম জানতে চাইলে জবাবে জানান এর আগে এরকম সমস্যার সম্মুখীন এর আগে কখনো হয়নি।
এদিকে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদে আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী উপজেলার শতাধিক কৃষক।
Leave a Reply