জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার এক আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সমাধিতে পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেদন করেন। (শুক্রবার,২ এপ্রিল) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়ায় ছুটে যান পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সোয়েত এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জনাব মোঃ শাহীন রেজা মিঙা সহ উপস্থিত ছিলেন সদস্য সচিব জনাব মোঃ নুরুজ্জামান, জনাব মোঃ শাহজাহান সিরাজ, জনাব মোঃ রাসেল, জনাব মোঃ লোকমান হোসেন বাবু, জনাব মোঃ সফিকুল ইসলাম সফি ও আহ্বায়ক কমিটি সদস্য ও পঞ্চগড় জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সমাধিতে জিয়ারত করেন এবং তিনার ছোট ভাই রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপির জন্য দোয়া করেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উত্তরবঙ্গের বাঘ নামে খ্যাত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর গুণীয়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা, জাতীয় সংসদের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, তৎকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সংগঠক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ৫২,৬২,৬৬’র ছয় দফা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি, রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এবং ডাকসুর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন, এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
Leave a Reply