গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর ) বিকাল ৩.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৩ নং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান এবং গোপালগঞ্জের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর সোবাহান মাহবুব ত্বহা এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান এবং সাজেদা সুলতানা মিতু।
Leave a Reply