ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার নিবন্ধন সুরক্ষা অ্যাপের মাধ্যমে করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু.আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো এক চিঠিতে নিবন্ধনের এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহনের লক্ষ্যে সঠিক এনআইডি নম্বর সহ ইউজিসি কতৃক প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যারা আগের বিশ্ববিদ্যালয়ের (কোভিড ১৯ ভ্যাক্সিন সংক্রান্ত) ফরম পূরণ করেছে তাদেরও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২২০টি আবাসিক হল রয়েছে। যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি নেই। ফলে তারা টিকা নিবন্ধের জটিলতায় পড়েছেন বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply