গোপালগঞ্জ জেলার সুলতান শাহী গ্রামের যুব সমাজের উদ্যোগে ভেঙে যাওয়া রাস্তা পুনঃনির্মাণ করা হয়। আজ বুধবার সকালে তারা কাজ শুরু করে এবং দুপুর নাগাদ তারা কাজ শেষ করেন। যুব সমাজের পক্ষ থেকে সাগর মুন্সি বলেন,”আমরা কিছুদিন রাস্তার এই বাজে অবস্থা দেখছি। আজ এলাকার ছোট ভাইদের নিয়ে সেটা নির্মাণ করলাম। ভবিষ্যতে আরো এধরনের কাজ আমরা অব্যাহত রাখবো।”
একাজে অংশ গ্রহণ করেন রাজিব মুন্সি, নাইম মুন্সি, সাকিব মুন্সি, লিমন মুন্সি সহ আরো অনেকে।
সুলতান শাহী গ্রামের যে সব রাস্তায় এই ধরনের অবস্থা রয়েছে সেইসব রাস্তা তারা ঠিক করা প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নমূলক কাজে অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে অন্যতম রাজিব মুন্সি বলেন,”শুধু মাত্র আমাদের গ্রামে না। আমাদের আশেপাশে যেসকল গ্রামের এই অবস্থা সেই সকল গ্রামের যুবকদের এধরণের কাজ করা উচিৎ। আমরা বিশ্বাস করি আমাদের দেখা দেখে পার্শ্ববর্তী গ্রামের যুবকরাও এগিয়ে আসবে।”
এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজের সাধুবাদ জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply