চলমান করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এক মাসের বেশি সময় ধরে।এমন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল দশটায় রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আটটি জেলা হলো- পাবনা,নাটোর,জয়পুরহাট,নওগাঁ , সিরাজগঞ্জ,চাপাইনবয়াবগঞ্জ,বগুড়া ও রাজশাহী ।
প্রধানমন্ত্রী এসব জেলার প্রশাসনিক কর্মকর্তা,পুলিশ,ইমাম,সিভিল সার্জনদের সাথে মতবিনিময় করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
এর আগে প্রধানমন্ত্রী কয়েক দফায় চট্টগ্রাম,বরিশাল সহ কয়েকটি বিভাগের ৪৮ টি জেলার সাথে মতবিনিময় করেন।
এদিকে সাধারণ ছুটি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫মে অব্দি বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিলো।
উল্লেখ্য গত মাস থেকে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
Leave a Reply