আজ ১২ এপ্রিল, উত্তরের জনপদ সৈয়দপুরের আজ স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্থান সেনার নির্মম আঘাতে প্রাণ দিয়েছিলেন সৈয়দপুরের দেড় শতাধিক মানুষ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়। শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ এর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ,ব্যবসা প্রতিষ্টানে কালো পতাকা উত্তোলন,শহীদ স্মৃতি অম্লাণে শ্রদ্ধা নিবেদন,মসজিদ,মন্দিরে শহীদদের আত্বার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। ১৯৭১ সালের ২৫শে মার্চ একটি কনভয় দেড় শতাধিক মানুষকে ধরে নিয়ে যায় সৈয়দপুর ক্যান্টনমেন্টে।সেখানে তাদেরকে ১৯ দিন নির্মম অত্যাচার করে ১২ এপ্রিল এসব নিরপরাধ স্বাধীনতাকামী মানুষকে নিয়ে যাওয়া হয় রংপুর ক্যান্টনমেন্টে।সেখানকার উপশহর এলাকার ঘাঘট নদীর বালুচরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মেশিনগান দিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়।
শহীদদের মধ্যে অন্যতম তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ডাঃ জিকরুল হক,আওয়ামীলীগ নেতা ডাঃ সামসুল হক,তুলশীরাম আগরওয়াল,যমুনা প্রাসাদ প্রমুখ।
Leave a Reply