গণমানুষকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করতে গতকাল ঢাকা থেকে বাংলাদেশ ব্রেষ্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম ফরিদপুর রাজবাড়ী হয়ে সন্ধায় কুষ্টিয়া ট্রমা সেন্টারে ডা: আশরাফুল ইসলাম দারার সভাপতিত্বে কেটিসি’র কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এসময় উপস্থিত ছিলেন কেটিসি’র ডাক্তারগণ, ম্যানেজার, স্টাফ ও সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আমরা দক্ষিণ অঞ্চলের আটটি জেলা ও দুটি উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবো। সকালে দিশা টাওয়ার, ইবি ও মিরপুরে আনুষ্ঠানিক আলোচনা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এরপর রোড শোটি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কালিগঞ্জ, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জে যাবে।
Leave a Reply