আজ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের চতুর্থ বর্ষপূর্তি। বাংলাদেশের ব্যাংকারদের সংগঠন ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ‘ আজ চার বছর পেরিয়ে পাঁচ বছরে পরলো।এই উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, আইসিবি প্রাতিষ্ঠানিক ইউনিট এক শুভেচ্ছা বার্তা দিয়েছে। সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ন-আহ্বায়ক সুমন কান্তি বাড়ৈ ও সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ এক শুভেচ্ছা বার্তায় চার বছর পূর্তি উপলক্ষে ২৮ মে ২০২০ এ শুভেচছা বাণী দিয়েছেন।
শুভেচছা বার্তায় নেতৃদ্বয় সংগঠনটির পক্ষে বলেন
“দুর্নীতিমুক্ত ও স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত আর্থিক খাত প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গড়া ভালবাসার সংগঠন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ যা আজ (২৮ মে) চার বছর পার করে পঞ্চম বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠালগ্ন হতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ পরিবার মুজিবীয় আদর্শ অনুসরনপূর্বক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত ও স্বচ্ছল ব্যাংকিং খাত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে জানিয়ে তারা এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাব্যাক্ত করেন।
এছাড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর ৪র্থ বর্ষপূর্তিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ,আইসিবি ইউনিটের পক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি করোনা ভাইরাসের মহামারীর দুঃসময়ে বাংলাদেশের সকল ব্যাংকাররা যে সাহসিকতার সাথে জনগণের সেবা করছেন তার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।এছাড়া যে সকল সন্মানিত ব্যাংকার এই ভাইরাসের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আইসিবি ইউনিটের পক্ষে এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের এই নেতাদ্বয়।
Leave a Reply