লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রী জাফরিন সুলতানা(২৩) কে পাষন্ড স্বামী ছামিদুল ইসলাম (২৫) পিটিয়ে হত্যার চেষ্টা করে ।
এই ঘটনায় শুক্রবার হাতীবান্ধা থানায় অভিযোগ দায়ের করেছেন। গুরত্বর আহত গৃহবধু জাফরিন সুলতানা হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ মামলার বিবরণে জানা যায়, জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্না গ্রামের আহাম্মদ আলীর মেয়ে জাফরিন সুলতানার সাথে প্রতিবেশী নুরুজ্জামান (জামাল)’র ছেলের ছামিদুর ইসলামের ৬ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর হতে বিভিন্ন সময় স্বামীকে যৌতুক দেয়া হয়। ছামিদুর ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষা নিয়েছে। এখন সে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কোচিং করতে শ্বশুড়ের পরিবারের কাছ হতে মোটা অংকের যৌতুক দাবি করে। নানা অযুহাতে স্ত্রীকে নির্যাতন চালায়।প্রথম স্ত্রীর কাছে খবর আসে তার স্বামী তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। বিষয়টি নিশ্চিত হতে স্বামীর বাড়িতে গেলে গত বুধবার রাতে তার উপর স্বামী ও দ্বিতীয় স্ত্রী মিলে নির্মমভাবে নির্যাতন করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে ভুক্তভোগী । মৃতভেবে স্বামী ও দ্বিতীয় স্ত্রী পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।বর্তমান চিকিৎসারত অবস্থায় আছেন । স্ত্রী জাফরিন সুলতানা জানান, তার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। কয়েক মাস আগে বিয়ের দাবিতে এক মেয়ে রংপুর হতে এসে স্বামীর বাড়িতে অনশন শুরু করে ছিলেন। পরে চেয়ারম্যানে বিষয়টি নিস্পত্তি করে।
গত ৪ এপ্রিল তার স্বামী তাকে না জানিয়ে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের আব্দুল জলিলের মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী (২৪) কে বিয়ে করে । হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম জানান, এই দম্পতির মধ্যে পারিবারিক সমস্যা বহু পুরনো। কয়েক মাস আগে একটি নারী নির্যাতন ও যৌতুকের মামলা স্ত্রী স্বামীে বিরুদ্ধে দায়ের করে ছিল। সেই মামলায় স্বামী আটক হয়। পুলিশ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে জমা দিয়েছে। পুনরায় স্বামী ও দ্বিতীয় স্ত্রীসহ ৭ জনকে আসামী করে পুনরায় নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply