স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।একই সাথে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. ফরিদ হোসেন মিঞা।
আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি/ মহাপরিচালক পদে খুরশীদ আলমকে পদায়ন করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।এর আগে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে ডা. ফরিদ হোসেন মিঞাকে পদায়ন করা হয়েছে। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের দায়িত্বে থাকবেন তিনি।
উল্লেখ্য এর আগে স্বাস্থ্য খাতে ব্যাপক জালিয়াতি, দূর্নীতি ও প্রতারণার বিতর্কের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন আবুল কালাম আজাদ
Leave a Reply