শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের বকুলের মোড়ে খয়ের নিবাসে এতিম ও মাদ্রাসা শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য ও আসন্ন ঈশ্বরদী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইশতিয়াক আহমেদ লিনের সৌজন্যে এতিম ও মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিশুদের উদ্দেশ্যে ইশতিয়াক আহমেদ লিন বলেন, “শহীদ শেখ রাসেলও তোমাদের মতো শিশু ছিলেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সবথেকে ছোট সন্তান শেখ রাসেলসহ পরিবারের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।”
তিনি আরো বলেন “শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের অনেক বড় বিজ্ঞানী, গবেষক বা দেশের কাণ্ডারি হতে পারতেন। তার এ শূন্যতা পূরণ করতে হবে বর্তমান তোমাদের মতো শিশু ও তরুণ প্রজন্মকে।”
সংক্ষিপ্ত বক্তব্য শেষে শেখ রাসেলের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং এতিম শিশু ও মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় পৌর কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply