স্ব-শরীরে পরীক্ষার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।গতকাল ২৩ মে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ সুজা উদ্দিন স্বাক্ষরিত এক অফিশ নোটিশে স্ব-শরীরে পরীক্ষা নেয়ার জন্য বলা হলেও এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের একটি ফেইসবুক গ্রুপে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন জানান স্ব শরীরে পরীক্ষার বিষয়ে দেওয়া নোটিশটি স্থগিত করা হলো।
অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মো. কামরুজ্জামানও এক ফেইসবুক স্ট্যাটাসে স্ব-শরীরে পরীক্ষা স্থগিত বলে জানান।
তবে কি কারণে এ সিদ্ধান্ত এবং লিখিতভাবে কেন জানানো হলো না জানতে একাধিক শিক্ষক – কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় প্রতিবেদক।
Leave a Reply