“সচেতন জনতা,নিরাপদ রাস্তা” স্লোগান কে বুকে ধারণ করে ২০১৫ সালের ২৩ নভেম্বর একঝাঁক তরুণদের হাত ধরে পাবনায় থেকে আত্মপ্রকাশ করে “ইয়োলোল্যাম্প” নামক এই সংগঠনটি। বর্তমানে পাবনা জেলা ছাড়িয়েও মহানগরী, বাংলাদেশের স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয়, জেলা এবং উপজেলা মিলিয়ে মোট ১৭ টি স্বতন্ত্র ইউনিট সংগঠনটির কার্য্যক্রমের প্রসার ঘটিয়ে চলেছে। নামের সাথেই কাজের মিল, অর্থ্যাৎ সড়ক দূর্ঘটনা রোধে তাদের নানামুখী সচেতনামুলক কার্য্যক্রম, পথসভা,পথনাট্য, শর্টফিল্ম প্রদর্শন, লিফলেট ও ব্যানার বিতরণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা। কিন্তু করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জনাব শহীদুল ইসলাম (উজ্জ্বল) এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ কে, এম, মনিরুল ইসলাম (মনি) গ্রহণ করেছেন ভিন্ন ধর্মে উদ্যোগ। পাবনা পৌরসভায় প্রতিটি ঘরে ঘরে মোবাইল ফোনের মাধ্যমেই ইয়োলো ল্যাম্প এর একদল নিরলস পরিশ্রমী স্বেচ্ছাসেবকের মাধ্যমে পৌছে দিচ্ছেন বাজার এবং ঔষধ। উল্লেখ্য ইয়োলো ল্যাম্প কাজ টি কোন প্রকার সার্ভিস চার্য ছাড়াই করছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জনাব শহীদুল ইসলাম (উজ্জ্বল) বলেন, “মানুষের অহেতুক বাইরে আসা বন্ধ করতেই আমাদের এমন পদক্ষেপ। এতে করে নিত্য প্রয়োজনীয় বাজার, ভোগপণ্য এবং ঔষধ সামগ্রীর জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হচ্ছে না। আমরা ৩ টি হটলাইন নাম্বার চালু করেছি,যে গুলোতে গ্রাহক ঘরে বসেই ফোন করছেন আর আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের স্বেচ্ছাসেবী কার্য্যক্রম পরিচালনা করে যাচ্ছি। পরিশেষে সবাইকে অনুরোধ করব –
‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ “
Leave a Reply