পানছড়ি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই যানবাহন চলাচলের চিত্র স্বাভাবিক। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং বা মিছিল হয়নি। ভোর থেকেই রাস্তাঘাটে চলাচল করছে ট্রাক, মিনিট্রাক, রিকশা, অটোরিকশা, ইজিবাইক (টমটম)। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ। উপজেলার বিএনপির কার্যালয় ছিল বন্ধ, ছিল না নেতা-কর্মীদের আনাগোনা। ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোথাও দেখা মেলেনি বিএনপির নেতা-কর্মীদের।
সকাল সাড়ে ছয়টায় পানছড়ি সিএনজি স্ট্যান্ডের চিত্রও অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
উল্লেখ্য- সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ, নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করে পুলিশী হয়রানীর প্রতিবাদে মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
Leave a Reply