বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকের ৫টি গ্রুপের মধ্যে বিনামূল্যে ৯৮টি কৃষি উপকরণ (যন্ত্র) বিতরণ করা হয়েছে।
এসব উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হরিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে এসব মালামাল বিতরণ করা হয়। এসময় কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার বলেন রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণকৃত মালামালের মধ্যে রয়েছে থ্রেসার ৩৮টি, রিপার ১০টি, পাওয়ার স্প্রেয়ার ১০টি সহ মোট ৯৮টি কৃষি কাজে ব্যবহৃত উপকরণ (যন্ত্র) পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম,আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, কৃষি অফিসার মারুফ হোসেন সহ অত্র দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারী, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
Leave a Reply