ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার পতনডোবা এলাকায় ছাগল বাঁচাতে গিয়ে একটি পীরগঞ্জ থেকে হরিপুর গামী মিনিবাস থেকে অজ্ঞাত মহিলাটি পরে যায়।
ঘটনাস্থলে মারাত্মকভাবে আঘাত পেলে বাস যাত্রী ও চালক তাকে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব জানান, মৃত অজ্ঞাত মহিলা কামারপুকুর নামক স্থানে বাসে উঠে। তিনি গেট সংলগ্ন বাম পাশের ১ম শিটে বসে ছিলেন। হরিপুর পতনডোবা রাস্তায় এক পাল ছাগল বাঁচাতে গিয়ে চালক জোরে ব্রেক চাপ দিলে মহিলা ঝুঁকি সামলাতে গিয়ে সামনে দিকে পরে এবং গেট দিয়ে নিচে রাস্তায় পরে যায়। তাহার নাক দিয়ে রক্ত বের হয়। উক্ত বাসের চালক ও যাত্রীরা তাহাকে মুমূর্ষ অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক ৩ ফেব্রুয়ারি তাকে মৃত্যু ঘোষণা করেন।
হরিপুর থানা পুলিশ পরিচয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply