কিশোরগঞ্জের হাওরে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক বর্তমানে দেশের ভ্রমন পিপাসুদের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিচিতি লাভ করেছে ।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতরের পর সড়কে ঘুরতে আসা মোটর সাইকেল ও বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধু শনন ও রফিকুলের ।
শুধু তাই নয় মোটর সাইকেল- প্রাইভেট কার এর বেপরোয়া গতিতে ছোট বড় প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা ঘটেছে ।
হাওরের সড়ক দুর্ঘটনা এড়াতে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্কতা ব্যানার স্থাপন করা হয়েছে ।
ব্যানারগুলোতে সর্তকতার বার্তা হিসেবে লিখা হয়ছে ” সাবধানে গাড়ি চালান! একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”
এ সময় আলোর মিছিল সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাসান তৌকির পল্লব ও কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ফাউন্ডার মোজাহিদুল ইসলাম সহ একঝাঁক সচেতন তরুন উপস্থিত ছিলেন ।
Leave a Reply