ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইদ আনন্দ ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আম বাগান চত্বরে ইবির চারটি ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ‘হাসিমুখে ইদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। তারা ৭৫ জন কর্মহীন ও অসহায় মানুষকে প্রায় এক লাখ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা ও ১০টি শাড়ি বিতরণ করেন।
এ সময় ইবির অধ্যাপক ড. আনওয়ারুল হক স্বপন, সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু ও শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮ এবং ১৮-১৯ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ কালেকশন করে লকডাউনে ক্ষতিগ্রস্ত ইবি ক্যাম্পাসের দোকানীদের জন্য ‘হাসিমুখে ইদ’ উদযাপনের এই উদ্যোগ হাতে নেয় তারা।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ইদের আনন্দ আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মহীন মানুষদের মাঝে ছড়িয়ে দিতে চারটি ব্যাচের শিক্ষার্থীদের সহায়তায় আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে ক্যাম্পাসে প্রায় পঁচাত্তর জন কর্মহীন ও অসহায় মানুষদের আমরা এক লাখ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা ও ১০টি শাড়ি উপহার দিয়েছি।
Leave a Reply