বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক। শনিবার ২৩শে জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শার্শা উপজেলার বাগআঁচড়া ডাঃ আফিলউদ্দিন ডিগ্রী কলেজ প্রঙ্গাণে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে কলেজ ছাত্র-ছাত্রীরা রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মিসবাহ্-উল হক বাবু, সহ-সভাপতি বকুল রাজ, সহ-সভাপতি আকিমুল, সাধারণ সম্পাদক শ্রী নয়ন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ রিপোনুজ্জামান শান্ত, প্রচার সম্পাদক গোলাম হাসান রিজভী,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান আকাশ, উপ-দপ্তর সম্পাদক আসিফ ইকবাল,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক তানজিম হোসেন রিয়াদ, কার্যকরী সদস্য তানভীর আহমেদ, আল-আমিন, মাহমুদ হাসান সান, ইমতিয়াজ, মোর্তাজা, রাসেলসহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা উপজেলাব্যাপী বিভিন্ন এলাকায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন। এসময় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক এবিএস রনি। এছাড়াও উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড স্টুডেন্ট’স ফাউন্ডেশন এর সভাপতি তামিম, সহ-সভাপতি আল শাহরিয়ার, সাধারণ সম্পাদক শাহারিয়ার আহমেদ অছি,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান স্বপ্ন সহ কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply