খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। হরতালের দিনেও খাগড়াছড়ির চিত্র অনেকটাই স্বাভাবিক। রোববার বিকেল পর্যন্ত হরতাল আহ্বানকারীদের দেখা যায়নি রাজপথে। কোথাও কোনো সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে জেলা শহরের জিরো মাইল, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, জেলা সদর, বটতলা, খাগড়াপুর, স্বনির্ভর এলাকাসহ শহরের গুরত্বপূর্ণ এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা গেছে।
এদিকে খাগড়াছড়িতে হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে তারা। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সতর্ক অবস্থান নিয়ে আছেন। সাধারণ মানুষ তেমন সাড়া দেন নি এই হরতালে।জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।
Leave a Reply