আগামী ১০ মার্চ পর্যন্ত কোনো আন্দোলন কর্মসূচি থাকবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৬ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এসব কথা বলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।
গত ২৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হলে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্হানীয়রা। হামলাকারীদের বিচার দাবি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা।
টানা ৭ দিন আন্দোলনের পর গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিশ্রুতি দেয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করবেন। কিন্তু আলটিমেটাম শেষ হলে ও মামলা ও ভিডিও কনফারেন্স কোনোটিরই অগ্রগতি হয়নি। এরই প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শেখ সেলিম চিকিৎসা জনিত কারণে বিদেশে থাকায় আন্দোলন আমরা আপাতত স্থগিত রাখছি। শেখ সেলিম ৮ মার্চ দেশে আসবে বলে জানা গেছে। তিনি দেশে ফিরলে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা প্রদান না করলে ১০ মার্চের পর থেকে আবার আন্দোলন শুরু হবে। তবে পরীক্ষা চলবে।
মামলা করার প্রতিশ্রুতি দিয়েও মামলা না করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বশেমুরবিপ্রবি প্রক্টরের প্রতারণার শামিল কিনা প্রশ্নের উত্তরে আন্দোলনকারীরা বলেন,এটাকে প্রতারণা হিসেবে দেখলে অবশ্যই প্রতারণার শামিল।প্রক্টর স্যার হয়তো আন্দোলন দমানোর বা প্রশমন করার জন্য এ কথা বলেছিলেন। আমরাও এ প্রশ্ন স্যারদের করেছি।সেসময় স্যাররা জানিয়েছেন সার্বিক নিরাপত্তার জন্য এখনো মামলা করা হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু,আইন বিভাগের শিক্ষার্থী নাইম ইসলাম,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অভি, রসায়ন বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অনন্যা রহমান।
Leave a Reply