করোনা মহামারীর কারণে ১৭ মার্চ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেশন জট কমাতে আগামী ১৮ অক্টোবর ২০২০ (রবিবার) থেকে অনলাইন ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হয়েছে। আজ ১৫ অক্টোবর এক অফিস আদেশ এই অনুরোধ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ এসব তথ্য জানানো হয়।
এদিকে গতকাল বাংলাদেশ সারাবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহ( রবিবার) থেকে পুরোদমে অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করা হবে বলে আগেই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ. এম. মাহবুব।
অনলাইন ক্লাস সম্পর্কে বশেমুরবিপ্রবি উপাচার্য বলেন “বেশ কিছু প্রতিবন্ধকতার কারনে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি, তাই আমরা পরিকল্পনা করেছি আগামী সপ্তাহ থেকে আমাদের সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু করা হবে।”
Leave a Reply