সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে স্বাস্হ্য বিধি মেনে ক্লাস শুরু হয়েছে।
উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ১০ টি কলেজে কোভিড -১৯ মহামারীর কারনে দীর্ঘ দেড় বছর পর ১২ সেপ্টেম্বর রবিবার, স্বাস্হ্য বিধি যথাযথ ভাবে মেনে শ্রেনী কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠান গুলোতে সরকারি ১৯ দফা নির্দেশনা অনুযায়ী পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, শ্রেনীকক্ষ, মাক্স , পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণু নাশক স্প্রে, ইনফ্রারেড থার্মমিটার ব্যবহার করতে দেখা গেছে। দীর্ঘ দিন পর স্কুল কলেজ খোলায় শিক্ষক, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। শিক্ষার্থীরা অনেকটাই ঈদ আমেজে এসেছে । উপস্হিতির হারও ছিল বেশ ভালো। দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, উপস্থিতির হার খুবই ভালো। রুটিন অনুযায়ী রবিবার ২০২১সালের এসএসসি ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন এবং ২০২২ সালের এসএসসি ১৩০ জনের মধ্যে ১২২ জন উপস্থিত হয়েছে। জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ মোঃ ইউসুফ আলী জানান , উপস্থিতির হার শতকরা ৯৫ এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ইমেজ দেখা গেছে। এ ব্যাপারে দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াসমিন জানান আজকের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয় আগমন সন্তোষজনক।
Leave a Reply