নিলামে চড়া মূল্যে বিক্রি হলো সাকিবের স্বপ্নের ব্যাট।বর্তমানে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লক ডাউনে কর্মহীন হয়ে পড়েছে দেশের প্রায় দুই – তৃতীয়াংশ মানুষ। এ অবস্থায় দেশের নিম্ন মধ্যবিত্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের টাইগারেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাকিব আল হাসান৷
যিনি সচেতনতা মুলক ক্যাম্পেইন করার পাশাপাশি নিলামে তুলেছেন তার স্মৃতি বিজড়িত স্বপ্নের ব্যাট। সাকিব আল হাসান এক ভিডিও কনফারেন্সে জানায়, এই ব্যাট প্রথম অবস্থায় ছিল তার প্র্যাকটিস খেলার জন্য কিন্তু আয়ারল্যান্ড এ খেলতে যাবার পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সেখানে ম্যাচের জন্য তাকে স্পেশাল ব্যাট দেয়া হলেও সে এই ব্যাটকেই তার সাথী করেছিল৷ শুধু আয়ারল্যান্ড ই নয়, ইংল্যান্ড, উইন্ডিজের সাথে এবং ২০১৯ সালের বিশ্বকাপেও এই ব্যাট ই তার জয়কে সঙ্গ দিয়েছে। প্রথমে ব্যাট টা প্রাকটিসের জন্য থাকলেও পরে সাকিব আল হাসান এটাকে যত্ন করে রাখতেন ম্যাচ খেলার জন্য কারণ তার ধারণা এই ব্যাট টা তার জন্য খুবই ভাগ্যবান। তাই ব্যাট টা পুরানো হলেও এটাকেই সে খেলার সাথী করতো বার বার টেপ পেচিয়ে, এবং তার ভাষ্যমতে ব্যাট টা তার জীবনে খেলার শুরুর জীবন থেকেই আছে। সাকিব আরো জানান তার এই ব্যাটটি এখনো নট আউট হয়ে আছে। অর্থাৎ সর্বশেষ ম্যাচ আফগানিস্তানের সাথে তিনি নট আউট ছিলেন। এবং সাথে ছিলো এই স্পেশাল ব্যাটটি। দেশের এই সংকটের সময় নিজের এই স্মরনীয় ব্যাট টাকে নিলামে তুলে সাধারণ মানুষের পাশের দাড়ানোর উদ্দ্যোগ খুবই প্রশংসনীয়। ব্যাট টার সর্বশেষ দাম উঠেছিল ১৯ লাখ ৭০ হাজার টাকা। পরে ২০ লাখ টাকা দিয়ে চড়া মুল্যে ব্যাট টাকে কিনে নেন সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের প্রবাসী এক ভক্ত, যার নাম রাজ। তিনি জানান ব্যাটটি তিনি কিনে নিয়েছেন তার সন্তানের জন্য এক বাঙালির দেশপ্রেমের নিদর্শন হিসাবে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ত্যাগ বাঙালি জাতির কাছে এক অনন্য নিদর্শন।
Leave a Reply