৩৬তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন পাবনার ঈশ্বরদীর রাশেদ হাসান রিয়াজ।তার বাড়ি ঈশ্বরদীর উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে।বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স ‘ ডিসিপ্লিনে।৩৬ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে রাশেদ হাসান রিয়াজ উপজেলা মৎস কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।বর্তমানে তিনি কুষ্টিয়ার খোকসায় উপজেলা মৎস কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
প্রসঙ্গত ৩৬ তম বিসিএস এসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ ক্যাডারে গোলাম রুহানি।কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন খাদ্য ক্যাডারের মো. সাইফুল ইসলাম।
গত বৃহস্পতিবার ১৪১ সদস্যদের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply