দীর্ঘ ৬ মাস পর খুলতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্মুক্ত লাইব্রেরি।
উন্মুক্ত লাইব্রেরিটি খোলা থাকবে শুধুমাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুইটি রুম ।
মূলত শিক্ষার্থীদের সুবিধার্থেই এই উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা।
এর আগে করোনার শুরুর দিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বন্ধ হয়ে যায় এই জবি।একই সাথে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিও। করোনার প্রকোপ কমছেই বলা যায়।
সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও
শুরু হয়েছে।তাই এই উদ্যোগ নিয়েছে জবি কতৃপক্ষ। আগামীকাল থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে পুনরায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পাঠাগারে অধ্যায়নের সুযোগ পাবে জানা গেছে।
এ বিষয়ে উপাচার্য বলেন, “কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বারান্দায় বসে বসে পড়াশুনা করে,যার মধ্যে অনেক সময় বৃষ্টির কবলে পরতে হয় শিক্ষার্থীদের।
সেজন্য তারা যেন সুন্দর ভাবে পড়াশুনা করতে পারে, এই জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছোট দুটি রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই সবার থেকে দূরে দূরে বসে পড়াশুনা করবে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে পড়াশুনা করবে।
Leave a Reply