পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টাক্ট্রিক্স বিভাগে অধ্যায়নরত এম এস শিক্ষার্থীদের পরীক্ষা ৮ ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে । করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রেক্ষিতে ২০২০ সালের মাস্টার্সের জানুয়ারি-জুন থেরিওজেনোলজি পরীক্ষা চলতি মাসের ৮ই জুলাই অনলাইনে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টাক্ট্রিক্স বিভাগের প্রফেসর ডাঃ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ পরীক্ষা না হওয়াতে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের এম এস অধ্যায়নরত শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আশাকরি অনলাইনে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কেননা আমাদের ডিভিএম ৯ম সেমিষ্টারের শিক্ষার্থীদের পরীক্ষা ইতোমধ্যে অনলাইনে নেওয়া হয়েছে তারা ভালোভাবেই পরীক্ষা দিতে পারছে।’
এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর
ড.ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply