আগামী ৯ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আবাসিক শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ টিকা ও হলের আবাসিক কার্ড নিয়ে হলে প্রবেশ করতে পারবে। এবং আগামী ২০ অক্টোবর থেকে একাডেমিক সব কার্যক্রম সশরীরে চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় আবাসিক হল গুলো খুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই হলের আবাসিক শিক্ষার্থী হতে হবে এবং কমপক্ষে করোনার ১টি টিকা গ্রহণ করার টিকার কার্ড প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। আর যারা টিকার ২টি ডোজ সম্পন্ন করেছে তাদের সনদ প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস ও একাডেমিক সকল কার্যক্রম শুরু হবে।
Leave a Reply