পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ রোস্তম আলি এর মেয়াদ-কাল শেষ হয় গত মার্চ মাসের ৬ তারিখে।যার ফলে উপাচার্যের পদটি শূন্য হয়।
আজ সোমবার শিক্ষা মন্ত্রনালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান ও প্রযুক্তি শাখার উপ-সচিব মোঃমাসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রুটিন উপাচার্য হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন এবং পদার্থ বিজ্ঞান বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ খাইরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যাবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের জ্যোষ্ঠতম ডিন অধ্যাপক ড. মোঃ খাইরুল আলম’কে পাবিপ্রবি এর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. খাইরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্য হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রুটিন ভিসির দায়িত্ব দিয়েছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্ববিদ্যালয়ের আইন মেনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করবো এবং যতদিন রুটিন ভিসির দায়িত্বে থাকি আমি বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে চালাতে চেষ্টা করবো।
Leave a Reply